
শর্তগুলা যদি মানতে পারেন তবে এই দিকে আসেন
সবাই ফ্রি ইনকাম করতে চান কিন্তু মাসশেষে ফ্রি ইনকামের টাকা দিয়ে নেট বিল দেয়া কষ্ট হয়ে পরে। তাই যারা সিরিয়াসলি অনলাইনে ইনকাম করতে চান তাদের কে বলি হয় ফ্রিল্যান্সিং এর কাজ শিখুন নয়তো টেকনিক খাটান। ফ্রি ইনকামের জন্য কাজ করতে করতে বুড়ো হবেন তবু ইনকাম আসবে না। আমি ইনকামের 2য় পথ হিসেবে বেছে নিয়েছি ইনভেষ্টমেন্ট এর কাজ। কাজটা হবে শুধু ডিপোজিট করা আর উইথড্র করা। কাজ টাতে রিষ্ক একটু বেশী থাকে তবে ভালো গাইড থাকলে রিষ্ক অনেক কমে যায়। শর্তগুলো মানতে পারলে ইনবক্স এ আইসেন।শর্তগুলো হলো
১.আপনার অবশ্যই সাইন আপ করা (Account creat করা) সমপর্কে ঞ্জান থাকতে হবে।
২.আপনার অবশ্যই Perfectmoney(varified)অ্যাকাউন্ট থাকতে হবে। +অ্যাকাউন্ট এ মিনিমাম 5$ থাকতে হবে।
৩.নতুন কোনো সাইট যে আনতে পারবে বা আনবে সবাই তার রেফারেলে জয়েন করতে হবে। (তার রেফ লিংক থেকে অ্যাকাউন্ট করতে হবে।)
৪.যার রেফারে অ্যাকাউন্ট করবেন সে আপনাকে 50% রেফ কমিশন ব্যাক দিবে।
৫.একটা সাইট যে সবার আগে আনবে শুধু সেই মার্কেটিং করবে অন্য কেউ ঐ সাইট নিয়ে মার্কেটিং করতে পারবে না। (গ্রুপের বাইরে সবাই মার্কেটিং করতে পারবে।)
৬.সাইট স্ক্যাম করলে আপারলাইন কে কিছু বলতে পারবেন না।
৭.যে নতুন সাইট আনবে তাকে অবশ্যই সাইটটির পেমেন্ট প্রুপ দেখাতে হবে ।(পেমেন্ট প্রুফ না দেখাতে পারলে সাইট নিয়ে পোষ্ট করতে দেয়া হবে না)
শর্তগুলা মেনে কাজ করলে মাসে 30$+ আসবেই। Contact on Fb Md Masud Rana
Comments
Post a Comment