
ফলোয়ার কম নাকি আপনার?
যারা যারা পোষ্ট এ কমেন্ট করেন তাদের কে বলছি। কমেন্ট করার সময় "nice ,nice article ,good ,good post , wow ,josh অথবা এই ধরনের ছোট ছোট কমেন্ট করা বিরত থাকবেন। যতদুর পারেন 5ওয়ার্ডের কম কমেন্ট করবেন না। এখানে কিছু হোয়াল বট আছে যারা এক্যাউন্ট এর উপর নজর দারি করে। ছোট ছোট কমেন্ট করলে তারা স্পামিং হিসেবে সেটাকে ফ্লাগ করে। ফ্লাগ মানে রিপোর্ট করাকে বুঝায়। ঐগুলো একবার রিপোর্ট করলে 2 মাসের ইনকাম গচ্চা যাবে।তাই কমেন্ট করার সময় ভেবে কমেন্ট করবেন। আর একটা বিষয় সেটা হলআমার ফলোয়ার বাড়াবো কিভাবে?
এইজন্য একটি ব্যাবস্থা আছে। প্রথমে steemfollower.com এ যান। এখানেনতুন করে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না।
steemit.com অ্যাকাউন্ট দিয়ে লগিন করতে হবে। নেভিগেশন বারে ক্লিক করে " Login" এ ক্লিক করবেন। তারপর আপনার ইউজারনেম দিবেন (যেমন আমার ইউজারনেম masudrana) তারপর" Next" এ ক্লিক করবেন। তারপর পাসওয়ার্ড চাইবে। যে পাসওয়ার্ড আপনাকে steemit.com থেকে দেয়া হয়েছিল সেই পাসওয়ার্ড দিন। (যেটা দিয়ে steemit.com এ লগিন করেন) তারপর একটা টার্মস এন্ড কন্ডিশন দিলে "submit" করে দিবেন। "vote" টিক দেয়া থাকলে টিক তুলে "submit" দিবেন। অথরাইজ কম্প্লিট হলে আপনি লগিন হয়ে যাবেন। এরপর নেভিগেশন বার এ ক্লিক করে "Follower Exchange" এ ক্লিক করবেন। এখানে 15 জনের একটা লিষ্ট পাবেন লিষ্টের সবাইকে "Follow" দিবেন। "Refresh list" এ ক্লিক করলে আরও 15 জনের লিষ্ট পাবেন। এখানকার 15 জনকেও "Follow" দিবেন। একদিনে 30 জনের বেশী "follow" করতে পারবেন না। এভাবে কয়েক দিন কাজ করলে আপনার"Follower"বেড়ে যাবে। যেকোনো সমস্যার জন্য আমাকে বলবেন/ভালো থাকুন।
Steemit community (Bangladesh)

Comments
Post a Comment